Monday, August 22, 2016

মৃত্যু: আমার অভিমানী প্রিয়তমা

কখনো সকাল
কখনো বিকেল
কখনো গভীর রাত
কখনোবা সায়াহ্নে
মৃত্যুরা চুপিসারে আসে।

বিরহী প্রেমিকের অভিসার কিংবা
শুকনো নদীতে প্রথম বর্ষার জলের মতোন
মৃত্যুরা চুপিসারে আসে।
মৃত্যু আসে অনিবার্য সুর্যোদয়ের মতো
মৃত্যু আসে শ্রাবন সন্ধায় জোনাকীর আলোর মতোন।

মৃত্যু কী বেদনার দীপ জ্বালা সন্ধ্যার প্রথম প্রহর?
মৃত্যু কী আধারের অতল গহীনে ডুবে যাওয়া পাখির পালক?
মৃত্যু কী দুর থেকে দুরে সরে যাওয়া অভিমানী মেঘ?
মৃত্য কী আমাদের চিঠি লেখার শেষ সম্ভাষণ
‘ইতি-তোমার ...... ‘?

মৃত্যুরা কখনো স্বাভাবিক, কখনো অকাল
আমরা যাকে স্বাভাবিক মৃত্যু বলি
সত্যি কি স্বাভাবিক তা?
তাহলে মৃত্যু কেন এতসব অস্বাভাবিকতার জাল বুনে
স্বাভাবিকতাকে বাধাগ্রস্থ করে
মৃত্যু কেন জীবন থামিয়ে দেয়, এলোমেলো করে দেয় সব
সকল কিছুই।

মৃত্যু আমার জীবনের পরম দোসর
মৃত্যু আমার অভিমানী প্রিয়তমা
মৃত্যু আমার মাথায় হাত বুলানো মায়ের আদর
মৃত্যু আমার নাম না জানা ফুল, পাখি, দিগন্ত।

মৃত্যু আমার প্রেরনাদায়ী মা
মৃত্যু আমার বেচে থাকার করুন আর্তি
মৃত্য আমার দৃপ্ত পায়ে এগিয়ে যাবার পূর্ণ অঙ্গীকার
মৃত্যু আমার সহস্র আলোক বর্ষের সাধনা কখনো চাইনি যা।

তবৃও মৃত্যু আসে অভিসারে
চুপ চাপ চুপি চুপি
পৃথিবীর সব আলো নিভে গেলে আসে মৃত্যু
আসে সীমাহীন অনন্ত আধার।


মৃত্যু: আমার অভিমানী প্রিয়তমা

কখনো সকাল
কখনো বিকেল
কখনো গভীর রাত
কখনোবা সায়াহ্নে
মৃত্যুরা চুপিসারে আসে।

বিরহী প্রেমিকের অভিসার কিংবা
শুকনো নদীতে প্রথম বর্ষার জলের মতোন
মৃত্যুরা চুপিসারে আসে।
মৃত্যু আসে অনিবার্য সুর্যোদয়ের মতো
মৃত্যু আসে শ্রাবন সন্ধায় জোনাকীর আলোর মতোন।

মৃত্যু কী বেদনার দীপ জ্বালা সন্ধ্যার প্রথম প্রহর?
মৃত্যু কী আধারের অতল গহীনে ডুবে যাওয়া পাখির পালক?
মৃত্যু কী দুর থেকে দুরে সরে যাওয়া অভিমানী মেঘ?
মৃত্য কী আমাদের চিঠি লেখার শেষ সম্ভাষণ
‘ইতি-তোমার ...... ‘?

মৃত্যুরা কখনো স্বাভাবিক, কখনো অকাল
আমরা যাকে স্বাভাবিক মৃত্যু বলি
সত্যি কি স্বাভাবিক তা?
তাহলে মৃত্যু কেন এতসব অস্বাভাবিকতার জাল বুনে
স্বাভাবিকতাকে বাধাগ্রস্থ করে
মৃত্যু কেন জীবন থামিয়ে দেয়, এলোমেলো করে দেয় সব
সকল কিছুই।

মৃত্যু আমার জীবনের পরম দোসর
মৃত্যু আমার অভিমানী প্রিয়তমা
মৃত্যু আমার মাথায় হাত বুলানো মায়ের আদর
মৃত্যু আমার নাম না জানা ফুল, পাখি, দিগন্ত।

মৃত্যু আমার প্রেরনাদায়ী মা
মৃত্যু আমার বেচে থাকার করুন আর্তি
মৃত্য আমার দৃপ্ত পায়ে এগিয়ে যাবার পূর্ণ অঙ্গীকার
মৃত্যু আমার সহস্র আলোক বর্ষের সাধনা কখনো চাইনি যা।

তবৃও মৃত্যু আসে অভিসারে
চুপ চাপ চুপি চুপি
পৃথিবীর সব আলো নিভে গেলে আসে মৃত্যু
আসে সীমাহীন অনন্ত আধার।


Saturday, November 25, 2006

ছকিনার সণ্ধ্যাবেলা

আগুনের তাপে সকাল যেমন করি সইন্ধা হয়
মাটির গন্ধে আকাশ বেয়া য্যামন করি বর্ষণ নামে
য্যামন করি ম্যাঘের ফাঁক দিয়া উকি দেয় সইণ্ধাতারা
ঔ মতন টুকটুকা কইন্যা ছকিনা।

মাটির গন্ধে যেমন বৃষ্টির গন্ধ থাকে
আগুনের তাপে যেমন যৌবনের উত্তাপ থাকে
ছকিনারও তেমন যৌবন আছিলো,
দুর্দান্ত যৌবন
গার বাসনায় ভ্রমর আইসে
রঙ্গীলা ভ্রমর,
নাল নীল প্রজাপতি।

এলা ছকিনার কাহোয় নাই
নাই যৌবন,
নাই গাওয়ের সুগন্ধ,
নাই ভোমরা,
নাই প্রজাপতি।

ছকিনার সণ্ধ্যাবেলা

আগুনের তাপে সকাল যেমন করি সইন্ধা হয়
মাটির গন্ধে আকাশ বেয়া য্যামন করি বর্ষণ নামে
য্যামন করি ম্যাঘের ফাঁক দিয়া উকি দেয় সইণ্ধাতারা
ঔ মতন টুকটুকা কইন্যা ছকিনা।

মাটির গন্ধে যেমন বৃষ্টির গন্ধ থাকে
আগুনের তাপে যেমন যৌবনের উত্তাপ থাকে
ছকিনারও তেমন যৌবন আছিলো,
দুর্দান্ত যৌবন
গার বাসনায় ভ্রমর আইসে
রঙ্গীলা ভ্রমর,
নাল নীল প্রজাপতি।

এলা ছকিনার কাহোয় নাই
নাই যৌবন,
নাই গাওয়ের সুগন্ধ,
নাই ভোমরা,
নাই প্রজাপতি।

Friday, November 10, 2006

প্রেম এর ক্যাচাল

এক.

ভলোবাসি কত তোরে!
ভালবাসি কত তোরে বুঝলিনা তুই,
শুন্য এ বুক মোর
শষ্য ছাড়া ভুই।।

দুই.

কথা দিলি বন্ধু তুই!
কথা দিলি বন্ধু তুই থাকবি মরন পরে,
যৌবন মোর পার হয় নাই
তুই অন্যের ঘরে।


তিন.

তখন আমার যৌবন ছিল!
তখন আমার যৌবন ছিল নাগর ছিল মেলা
যৌবন গেল, নাই কেউ মোর
জীবন সন্ধ্যাবেলা।

চার.

বন্ধু তুমি বন্ধু আমার,
বন্ধু তুমি বন্ধু আমার কত স্বপনের ধন
পকেটে নাই টাকা বন্ধু
ছাড়তে কতক্ষন?

(চলবে)

প্রেম এর ক্যাচাল

এক.

ভলোবাসি কত তোরে!
ভালবাসি কত তোরে বুঝলিনা তুই,
শুন্য এ বুক মোর
শষ্য ছাড়া ভুই।।

দুই.

কথা দিলি বন্ধু তুই!
কথা দিলি বন্ধু তুই থাকবি মরন পরে,
যৌবন মোর পার হয় নাই
তুই অন্যের ঘরে।


তিন.

তখন আমার যৌবন ছিল!
তখন আমার যৌবন ছিল নাগর ছিল মেলা
যৌবন গেল, নাই কেউ মোর
জীবন সন্ধ্যাবেলা।

চার.

বন্ধু তুমি বন্ধু আমার,
বন্ধু তুমি বন্ধু আমার কত স্বপনের ধন
পকেটে নাই টাকা বন্ধু
ছাড়তে কতক্ষন?

(চলবে)